ভোটার তালিকায় অনিয়মের জেরে পাঁচ অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে। দুই ডব্লিউ বিসিএস সহ চার আধিকারিক কে সাসপেন্ড করা হয়েছে। চুক্তিভিত্তিক এক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করার পাশাপাশি, তাঁর বিরুদ্ধে এফআইআর ও দায়ের করা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে তাদের বিরুদ্ধে এই শাস্তি মূলক ব্যবস্থা কার্যকর করা হলো। তবে কমিশনের নির্দেশ মতো সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি।
উল্লেখ্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ দিল্লিতে কমিশনের প্রসঙ্গে বেঞ্চের সঙ্গে দেখা করে আজকের মধ্যে ওই আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।