মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 29, 2025 6:53 PM

printer

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সাহায্য করতে আজ ভোরে অপারেশন ব্রহ্মা শুরু করেছে ভারত।

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সাহায্য করতে আজ ভোরে অপারেশন ব্রহ্মা শুরু করেছে ভারত। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে প্রথম বিমানটি হিন্ডন বায়ুসেনা ঘাঁটি থেকে ভোর তিনটে নাগাদ ইয়াঙ্গনে পৌঁছয়। ভারতীয় রাষ্ট্রদূত উপাদান গ্রহণ করতে সেখানে ছিলেন। এই ১৫ টন ত্রাণ সামগ্রী দেশের সেইসব অঞ্চলে পাঠানো হয়েছে, যেখানে সাহায্য প্রয়োজন। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল,  প্রয়োজনীয় ওষুধ, ত্রিপল, স্লিপিং ব্যাগ, সোলার ল্যাম্প, রান্নাঘরের সেট এবং খাবারের প্যাকেট।

জয়সওয়াল বলেন, বিশেষ প্রশিক্ষিত কুকুর এবং উদ্ধারকর্মী ও সরঞ্জামসহ দুটি বিমান নেপি দতে যাচ্ছে । এনডিআরএফ-এর ৮০ সদস্যের শক্তিশালী অনুসন্ধান ও উদ্ধারকারী দল সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী সহ পাঠানো হচ্ছে। তারা আজ রাতে নেপি দতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে । এদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মান্দালয় এলাকায় নিয়ে যাওয়া হবে।

জয়সওয়াল বলেন, সহায়তার তৃতীয় কিস্তিতে ফিল্ড হাসপাতাল রয়েছে, যেখানে চিকিৎসক সহ প্রায় ১১৮ জন বিশেষজ্ঞ রয়েছেন। প্রয়োজনীয় সকল সমন্বয়ের জন্য সেখানে ভারতীয় রাষ্ট্রদূত উপস্থিত রয়েছেন। মুখপাত্র বলেন, ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সংগঠনগুলির সাথে যোগাযোগ রাখছে । মায়ানমারে প্রায় ৫০ থেকে ৬০ হাজার ভারতীয় নাগরিক রয়েছে।

এখনও পর্যন্ত ভারতীয় নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিআরএফের ডিআইজি মোহসেন শাহিদি জানিয়েছেন, আগামী ২৪-৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। তারা খুব সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশায় রয়েছেন।

ভারতীয় নৌবাহিনীর আধিকারিক কমোডর রঘু নায়ার বলেন, এইচএডিআর (HADR) অভিযানের জন্য তাদের চারটি জাহাজ প্রস্তুত রয়েছে। আইএনএস সাবিত্রী এবং আইএনএস সাতপুরা দুটি জাহাজ ৩১শে মার্চ সকালে ইয়াঙ্গুন পৌঁছাবে। জামাকাপড়, প্রয়োজনীয় ওষুধ, রেশন, সাবান ও স্যানিটাইজারসহ প্রায় ৫০ টন ত্রাণ সামগ্রী ইয়াঙ্গুনে পাঠানো হচ্ছে।