ভারত সর্বদা প্রতিবেশী দেশগুলিকে বিশেষত দুর্যোগের সময় সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে থাকে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে মাদাগাস্কারের জাতীয় পরিষদের সভাপতি জাস্টিন টোকেলির নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠকে শ্রী বিড়লা এই মন্তব্য করেন। বৈঠকে তিনি বলেন, নিকট এবং নির্ভরযোগ্য বন্ধু হিসাবে ভারত, মাদাগাস্করকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে এবং অগ্রগতির যাত্রায় তাকে অবিচল অংশীদার বলে মনে করে।
Site Admin | March 13, 2025 10:04 AM
ভারত সর্বদা প্রতিবেশী দেশগুলিকে বিশেষত দুর্যোগের সময় সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে থাকে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন।
