মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 8:44 AM

printer

ভারত সঞ্চার নিগম লিমিটেড- BSNL, নতুন গ্রাহকদের জন্য এক টাকার বিশেষ ফোর-জি প্ল্যান চালু করেছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড- BSNL, নতুন গ্রাহকদের জন্য এক টাকার বিশেষ ফোর-জি প্ল্যান চালু করেছে। এমাসের ১৫ তারিখ থেকে  তা বলবত হয়েছে। চলবে ১৫’ই নভেম্বর পর্যন্ত। নতুন এই প্ল্যানের আওতায় বিনামূল্যে ৩০ দিন মোবাইল পরিষেবার পাশাপাশি রয়েছে  আনলিমিটেড কলের সুবিধে ও দৈনিক 2GB ইন্টারনেট ডেটা এবং প্রতিদিন ১০০ টি SMS । BSNL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি  নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করে বলেন, এক টাকায় এই দিওয়ালি বোনাঞ্জা প্ল্যান, ভারতে ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি মেক ইন ইন্ডিয়ার ভাবধারাকেও শক্তিশালী করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।