মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 29, 2025 9:29 AM

printer

ভারত ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

ভারত ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ভারতীয় বায়ুসেনার একটি বিমানে গতকাল হিন্ডন বিমানঘাঁটি থেকে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এর মধ্যে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, শুকনো ও রেডি টু ইট খাবার, জেনারেটর সেট ইত্যাদি। একইসঙ্গে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধপত্র, সিরিঞ্জ, গ্লাভস ও ব্যান্ডেজও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাঠানো হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে ওই দুদেশের নাগরিকদের নিরাপত্তা ও কুশলের জন্য প্রার্থনা করেছেন তিনি। সম্ভাব্য প্রয়োজনীয় সবরকমের সাহায্য দেওয়ার জন্য ভারত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, বিদেশমন্ত্রককে ওই দু’দেশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এদিকে, বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, মায়ানমার ও থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে তারা নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন। কি ধরনের সাহায্য এবং কি কি ত্রাণ সামগ্রী তাদের প্রয়োজন তাও খতিয়ে দেখা হচ্ছে। ভারত বরাবরই যেমন প্রতিবেশী দেশের এধরনের বিপর্যয়ের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে, এবারেও তার ব্যতিক্রম হবে না বলে তিনি অশ্বাস দেন।