আফগানিস্তানের উত্তর পূর্বের কুনার প্রদেশে গতরাতের বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে। আহত ২ হাজার ৫০০ জন। সেদেশে অধিকাংশ আবাসনই নীচু এবং ইঁট ও কংক্রিট দিয়ে বানানো। গ্রামের দিকের বাড়ি ঘর কাদামাটি এবং কাঠ নির্মিত।
আফগান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শারাফাত জামান জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে। দুর্গত এলাকায় চিকিৎসকদের দল পৌঁছেছে।
মার্কিন ভূতাত্বিক সমীক্ষার সূত্রে জানা গেছে, জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, ভূগর্ভের আট কিলোমিটার নীচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানের ভূমিকম্পে প্রাণহানীর ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন,ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে, ভারত সমস্ত রকম মানবিক সাহায্যে ও ত্রাণ পাঠাতে প্রস্তুত। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়ে,আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।
বিদেশমন্ত্রী ড জয়শঙ্কর আজ আফগান বিদেশ মন্ত্রী মাওলাওয়ি আমির খানের সঙ্গে কথা বলে এই বিপর্যয়ের জন্য শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেন, ভারত আজ ১ হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে। আগামী দিনে কাবুলের ভারতীয় মিশন থেকে মুনারে আরো মানবিক সহায়তা পাঠানো হবে।