ভারত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আজ একটি সোনা ও তিনটি রূপো জিতেছেন। কাজাকিস্তান এর আস্তানায় মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে ভারতের সাক্ষী চৌধুরী আমেরিকার ইয়োসেলিন পেরেজকে ৫-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সোনা জিতেছেন। পুরুষদের ৮৫ কেজি বিভাগে ফাইনালে ভারতের জুগনো কাজাকিস্তান এর বেকজাও নুর্দাভলেতোভ এর কাছে পরাজিত হয়ে রূপো পেয়েছেন। এছাড়া মহিলাদের ৪৮ কেজি বিভাগে মীনাক্ষী, এবং ৮০ কেজি বিভাগে পূজা রূপো জিতেছেন। হিতেশ গুলিয়া বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন। পুরুষদের ৭০ কেজি বিভাগে সেমিফাইনালে হিতেশ গুলিয়া ফ্রান্সের মাকান ট্রাওরেকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের বক্সাররা মোট ১১টি পদক নিশ্চিত করেছেন।
Site Admin | July 6, 2025 8:11 PM
ভারত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আজ একটি সোনা ও তিনটি রূপো জিতেছেন।
