ভারত ও ইতালির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দু দিনের ইতালি সফর শুরু করেছেন। সফরকালে মন্ত্রী ভারত – ইতালি অর্থনৈতিক সহযোগিতার যৌথ কমিশনের ২২ তম অধিবেশনে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন। রমে এই অধিবেশনে উপস্থিত থাকবেন সেদেশের উপ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আন্টোনিও তাজানি। ভারত- মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর, শিল্প, কৃষিপ্রযুক্তি, শক্তি রূপান্তর, সুসংহত গতিশীলতা সহ বিভিন্ন বিষয়ে নতুন সম্ভাবনার দিকটি পর্যালোচনা করা হয়।
শ্রী গোয়েল, অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ব্রেসিয়ায় ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিনিধিত্ব করবেন।
Site Admin | June 4, 2025 7:56 PM
ভারত ও ইতালির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দু দিনের ইতালি সফর শুরু করেছেন।
