ভারতে রাফাল যুদ্ধ বিমানে ফিউসেলেজ বা প্রধান অংশ যৌথভাবে নির্মাণের লক্ষ্যে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড চারটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই প্রথম ফিউসেলেজ বা যে লম্বা ফাঁপা টিউবটি বিমানের বিভিন্ন অংশকে ধরে রাখে তা ফ্রান্সের বাইরে তৈরি হতে চলেছে। ভারতের বিমান ক্ষেত্রে উত্পাদন ক্ষমতা বৃদ্ধি এবং গ্লোবাল সরবরাহ শৃঙ্খলের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।
পরে দুটি সংস্থার পক্ষে এক যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এরো স্পেস পরিকাঠামো ক্ষেত্রে এ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অংশীদারিত্বের অঙ্গ হিসাবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস হায়দ্রাবাদে রাফাল বিমানের পরিকাঠামোগত বিভিন্ন প্রধান অংশ নির্মাণের জন্য একটি ব্যবস্থআ গড়ে তুলবে। চুক্তি অনুসারে ২০২৮-এ প্রথম ফিউসেলেজ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে তৈরি হবে দুটি ফিউসেলেজ।
ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত কিয়েরি ম্যাথৌ দুটি সংস্থার মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে এ এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারতের ধারণাকে আরও প্রশস্ত করবে।
দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান এরিক ট্র্যাপিয়ার বলেছেন এই প্রথম ফ্রান্সের বাইরে রাফালের ফিউসেলেজ তৈরি করা হবে।