মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 16, 2025 8:37 PM

printer

ভারতের লক্ষ্য সেন ও অনুপমা উপাধ্যায় জাপান ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

ভারতের লক্ষ্য সেন ও অনুপমা উপাধ্যায় জাপান ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। টোকিওতে আজ প্রথম রাউন্ডের ম্যাচে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য চীনের ওয়াঙ ঝেংকে ২১-১১, ২১-১৮ গেমে হারিয়ে দিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে অনুপমা উপাধ্যায় , দেশেরই রক্ষিতা রামরাজকে ২১-১৫, ১৮-২১, ২১-১৮ গেমে হারিয়ে দিয়েছেন। পুরুষদের ডাবলসে ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি দক্ষিণ কোরিয়ার কাং মিন হুক ও কি ডং জু জুটিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন। তবে মহিলাদের সিঙ্গলসে ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। সিন্ধু , দক্ষিণ কোরিয়ার সিম ইউ জিন এর কাছে ১৫-২১, ১৪-২১ গেমে পরাজিত হয়েছেন

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন