মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 3, 2025 8:05 PM

printer

ভারতের পি ভি সিন্ধু ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছেছেন।

ভারতের পি ভি সিন্ধু ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছেছেন। আজ টুর্নামেন্টের প্রথম দিনে মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধু, জাপানের নজোমি ওকুহারাকে ২২-২০, ২১-২৩, ২১-১৫ গেমে হারিয়ে দিয়েছেন। অপর ম্যাচে ভারতের মালবিকা বানসোদ, ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে  দ্বিতীয় গেম চলাকালীন হাঁটুর চোটের কারণে খেলা ছেড়ে দেন। ম্যাচে ২১-১৬, ১৬-১৫ তে এগিয়ে ছিলেন বানসোদ। মহিলাদের সিঙ্গলসের অপর ম্যাচে ভারতের রক্ষিথা রামরাজ , থাইল্যান্ডের সুপানিদা কাটেথং এর কাছে ২১-১৪, ১৫-২১, ১২-২১ গেমে পরাজিত হয়ে প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। পুরুষদের সিঙ্গলসে এইচ এস প্রণয় ও লক্ষ্য সেন প্রথম রাউন্ডে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। এইচ এস প্রণয় , ইন্দোনেশিয়ার আলউই ফারহানের কাছে ১৭-২১, ১৮-২১ গেমে ও লক্ষ্য সেন চীনের শি ইউকির কাছে ১১-২১, ২২-২০, ১৫ -২১ গেমে পরাজিত হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন