মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 30, 2025 9:25 PM

printer

ভারতের গুলবীর সিং এশিয়ান এথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫ হাজার মিটার দৌড়ে স্বর্ন পদক জয় করেছেন।

ভারতের গুলবীর সিং এশিয়ান এথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫ হাজার মিটার দৌড়ে স্বর্ন পদক জয় করেছেন। দক্ষিণ কোরিয়ার গুমিতে আজ চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে এই ইভেন্টে গুলবীর ১৩ মিনিট ২৪.৭৮ সেকেন্ড সময়ে লক্ষ্যে পৌঁছে সোনা জিতেছেন। উল্লেখ্য  , গুলবীর এবারের প্রতিযোগিতার প্রথম দিনে ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ন পদক জিতেছিলেন। মহিলাদের হাই জাম্পে পূজা ও হেপটাথলনে নন্দিনী আগাসরা স্বর্ন পদক জয় করেছেন। মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেসে পারুল চৌধুরী রূপো পেয়েছেন। অনিমেষ কুজুর পুরুষদের ২০০ মিটার দৌড়ে ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছেন। ভারত ৮ টি সোনা, ৭ টি রূপো ও ৩ টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। চীন ১৫ টি সোনা, ৮ টি রূপো ও ৩ টি ব্রোঞ্জ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন