মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 21, 2025 10:15 PM

printer

ভারতীয় সাহিত্যিক – আইনিজীবি – সমাজকর্মী বানু মুস্তাক তার ছোট গল্প সংকলন “ হার্ট ল্যাম্প” – এর জন্য এ বছরের আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন।

ভারতীয় সাহিত্যিক – আইনিজীবি – সমাজকর্মী বানু মুস্তাক তার ছোট গল্প সংকলন “ হার্ট ল্যাম্প” – এর জন্য এ বছরের আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন। লন্ডনের টেট মডার্নে গতকাল এই পুরষ্কার বিজয়ীর নাম ঘোষনা করা হয়। এরপরই বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছা বার্তা। লেখিকা দীপা বশিষ্ঠ, কন্নড় ভাষায় লেখা বানু মুস্তাকের বই ‘হৃদয় দীপা’- ইংরাজীতে অনুবাদ করেন। বইটিতে ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন দশকের বেশী সময় ধরে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী মুসলিম মহিলাদের জীবনযাত্রার ওপর লেখা ১৩ টি ছোট গল্প রয়েছে। পুরষ্কার গ্রহণের পর মুস্তাক এই পুরস্কারকে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জয় হিসেবে উল্লেখ করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।