ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-RBI, আজ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে যে, চলতি আর্থিক বর্ষে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অবস্থানকে ধরে রাখবে। গৃহস্থালীতে ক্রয় বৃদ্ধি, ব্যাঙ্ক ও কর্পোরেট সংস্থাগুলির শক্তিশালী ব্যালান্স শিট এবং সরকারি মূলধনী ব্যয়ের ধারাবাহিকতা বজায় থাকা, এই বৃদ্ধির পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভাল বর্ষা, জিনিসপত্রের দাম কম থাকা এবং সরবরাহ শৃঙ্খল সঠিকভাবে কাজ করার ফলে মুদ্রাস্ফীতি কমবে বলে মনে করা হচ্ছে। RBI, বিভিন্ন বিধি নিয়ম সরল করা এবং আর্থিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর ওপরেও জোর দিচ্ছে।
Site Admin | May 29, 2025 5:38 PM
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-RBI, আজ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে যে, চলতি আর্থিক বর্ষে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অবস্থানকে ধরে রাখবে।
