মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 17, 2025 9:07 AM

printer

ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন।

ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন। আজ ভোরে নতুন দিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে সাদর অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জীতেন্দ্র সিং, দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান ডক্টর ভি নারায়ানা। তাঁর স্ত্রী এবং পুত্র সেখানে উপস্থিত ছিলেন। ভারতীয় মহাকাশচারী হিসাবে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফর করে শ্রী শুক্লা ইতিহাস সৃষ্টি করেছেন। মহাকাশ স্টেশন থেকে ফেরার পর শারীরিক পরীক্ষার জন্য তিনি কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

উল্লেখ্য গত ২৫ শে জুন ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে নাসার অ্যাক্সিয়াম ফোর মিশনে তিনি নেতৃত্ব দেন। ঐ সফর কালে শ্রী শুক্লা মহাকাশে মাইক্রো গ্যাভিটি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চালান। গত মাসের ১৫ তারিখে তিনি নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। ইনস্টাগ্রামে শুভাংশু শুক্লা তাঁর এই সফরের কথা এক আবেগমোহিত পোস্টে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অ্যাক্সিয়াম ফোর মিশনের পর ভারতের প্রথম মহাকাশে মানুষ পাঠানোর অভিযান গগনযানের জন্যও তাকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত করা হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ এই অভিযান হওয়ার কথা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।