ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের ওরিজোন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। এই বিভাগে নতুন এবং স্বতন্ত্র চলচ্চিত্রগুলিকে তুলে ধরা হয়েছে। মুম্বইয়ের দুই অভিবাসী নারীর গল্প নিয়ে নির্মিত তাঁর সিনেমা “সংস অফ ফরগটেন ট্রিস”, এই বিভাগে একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছিল।
অনুপর্ণা পুরস্কারলাভের মুহূর্তটিকে অপার্থিব বলে অভিহিত করেন এবং জুরি, প্রযোজক, অভিনেতা এবং কলাকুশলীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর শহর এবং দেশের মানুষকে পুরস্কারটি উৎসর্গ করেছেন।