মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 9, 2025 10:41 AM

printer

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আজ অরুণাচল প্রদেশের কিছু জায়গায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আজ অরুণাচল প্রদেশের কিছু জায়গায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে অন্ধ্র প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্য প্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ,  উত্তর পূর্ব ভারত এবং  হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর এবং লাদাখে আজ ঝোড়ো হাওয়ার  সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।  এই সব জায়গায় আবহাওয়ার এই অবস্থা চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।  

অন্যদিকে জাতীয় রাজধানীর  শাস্ত্রী ভবন, আর কে পুরাম, মতি বাগ ও  কিদওয়াই নগরে আজ সকালে ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া দিল্লি ও সংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন