ভারতীয় আবহাওয়া দফতর – আই এম ডি, আজ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিক্ষিপ্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, কেরল, মাহে, কোঙ্কন উপকূল সন্নিহিত অঞ্চল, গোয়া, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের বিক্ষিপ্ত জায়গাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বাল্টিস্তান-মুজাফফারাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকা, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকলে আগামী দু’দিন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে বলেও জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।