ভারতীয় আবহাওয়া দফতর, আইএমডি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মধ্য কর্নাটক, হিমাচলপ্রদেশ, তেলেঙ্গনা ও উত্তরাখণ্ডে। আগামী ২-৩ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়, বিহার, ছত্তীশগড়, কেরল, মাহে, গোয়া, মহারাষ্ট্রে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের হিমালয়ান পার্বত্য এলাকা ও সিকিমে। আগামী ২৬ জুলাই পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
Site Admin | July 21, 2025 12:33 PM
ভারতীয় আবহাওয়া দফতর, আইএমডি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মধ্য কর্নাটক, হিমাচলপ্রদেশ, তেলেঙ্গনা ও উত্তরাখণ্ডে।
