ভারতীয় আবহাওয়া দপ্তর, গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ এবং কোঙ্কণ ও গোয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মাসের ৮, ১১ এবং ১২ তারিখে আসাম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্বাঞ্চলে আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার এবং সিকিমে বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম বিভাগ।
Site Admin | September 6, 2025 9:16 PM
ভারতীয় আবহাওয়া দপ্তর, গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
