ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি, আজ অসম এবং মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরপূর্ব ভারত, কেরালা, মাহে, কর্ণাটক উপকূল, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে পরবর্তী ৭ দিন মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুত সহ ধুলোঝড় এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে অন্ধ্র উপকূল, রায়ালসীমা এবং কর্ণাটকের অভ্যন্তর, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ের কিছু অংশে।
তবে তামিলনাড়ু, পুদুচেরী এবং কড়াইকালে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।