ভারতীয় মহিলা হকি ফরোয়ার্ড দীপিকা FIH হকি প্রো লিগে বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার অসাধারণ একক গোলের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড ২০২৪-২৫ জিতেছেন। পৃথিবী জুড়ে ৪ থেকে ১৩ জুলাই পর্যন্ত ভক্তদের ভোটে এই পুরষ্কার নির্ধারিত হয়, যেখানে হকি খেলায় ব্যক্তিগত ক্রীড়ানৈপুণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
Site Admin | July 16, 2025 10:12 AM
ভারতীয় মহিলা হকি ফরোয়ার্ড দীপিকা FIH হকি প্রো লিগে বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার অসাধারণ একক গোলের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড ২০২৪-২৫ জিতেছেন।
