ভারতীয় বীর সেনাদের কুর্নিশ জানিয়ে গতকাল কলকাতায় সেনা সম্মান পথযাত্রা করে কংগ্রেস। উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পদযাত্রার সূচনা হয়। পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, দলের পর্যবেক্ষক অম্বা প্রসাদ সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। দেশ জুড়ে কংগ্রেসের “জয় হিন্দ সাবাশ সেনা সম্মান পদযাত্রা”র অঙ্গ হিসেবে কলকাতায় এই পদযাত্রার আয়োজন করে প্রদেশ কংগ্রেস। স্বামী বিবেকানন্দের শিমলা স্ট্রিটের বাড়ি থেকে পদযাত্রার শুরু হয়ে কারগিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যের স্মৃতিবিজড়িত টালা এলাকা পর্যন্ত যায় ওই পদযাত্রা।
Site Admin | May 28, 2025 12:25 PM
ভারতীয় বীর সেনাদের কুর্নিশ জানিয়ে গতকাল কলকাতায় সেনা সম্মান পথযাত্রা করে কংগ্রেস।
