ভারতীয় নৌসেনা আজ বিশাখাপত্তনমে তাদের প্রথম দেশীয় ডাইভিং সাপোর্ট ভেসেল (DSV), INS নিস্তারের কার্যকরী সূচনা করবে। ‘নিস্তার’ নামটি সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং এর অর্থ মুক্তি, উদ্ধার বা পরিত্রাণ। বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক দেশীয় নকশায় নির্মিত ‘নিস্তার’ প্রতিরক্ষা উৎপাদনে ভারতের ‘আত্মনির্ভরতা’ অর্জনের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।
১২০টি MSME এবং ৮০ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রী দিয়ে নির্মিত এই জাহাজটি প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক মানের উন্নত প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে ভারতকে এক উল্লেখযোগ্য অবস্থান দিয়েছে। ১০,৫০০ টনেরও বেশি এই জাহাজটি প্রায় ১২০ মিটার লম্বা এবং ২০ মিটার প্রস্থ। এর প্রাথমিক কাজ মূলত গভীর সমুদ্রে ডাইভিং এবং বিপর্যস্ত সাবমেরিনগুলিকে উদ্ধার করা। জাহাজটিতে একাধিক ডেক জুড়ে বিস্তৃত একটি উন্নত ডাইভিং কমপ্লেক্স রয়েছে এবং স্যাচুরেশন ডাইভিং মিশনগুলি অত্যাধুনিক ব্যাবস্থাপনা দ্বারা সজ্জিত। জলের তলায় কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য, নিস্তার ‘রিমোটলি অপারেটেড ভেহিকেলস’ (ROVs) ব্যাবস্থাপনা রয়েছে এবং সাবমারিন উদ্ধারকারী অন্যান্য জলযানের মাদারশিপ হিসেবেও এটি কাজ করতে পারবে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত থাকবেন।