ভারতীয় আবহাওয়া দফতর – আই এম ডি, আজ নতুনদিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে, আই এম ডি-এর বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ আর কে জেনামানি বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হিমালয় সংলগ্ন রাজ্যগুলি, বিশেষ ক’রে উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আই এম ডি আজ পাঞ্জাবে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আজ পূর্ব ভারতে, ওড়িশা এবং ছত্তিশগড়ে সারা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আই এম ডি।
Site Admin | September 2, 2025 6:39 PM
ভারতীয় আবহাওয়া দফতর – আই এম ডি, আজ নতুনদিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে।
