ভারতীয় আবহাওয়া দফতর – আই এম ডি, আজ গুজরাটে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। সৌরাষ্ট্র ও কচ্ছের বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী তিনদিন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, জম্মু – কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফ্ফরাবাদ, তেলেঙ্গানা, এবং সিকিমে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম বিভাগ।
আগামী দুই থেকে তিন দিন মহারাষ্ট্র এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, কোঙ্কন এবং গোয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আই এম ডি জানিয়েছে।