মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 11:17 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আগামীকাল পর্যন্ত  পূর্ব রাজস্থান এবং গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আগামীকাল পর্যন্ত  পূর্ব রাজস্থান এবং গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।  রাজস্থানকোঙ্কনগোয়া এবং মধ্য মহারাষ্ট্রের বাকি অংশেও আজ একই পরিস্থিতি থাকবে। আগামী দুই দিন অরুণাচল প্রদেশআসামমেঘালয়নাগাল্যান্ডমণিপুরমিজোরাম এবং ত্রিপুরাতামিলনাড়ুপুদুচেরিকরাইকালউত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মুকাশ্মীরলাদাখমুজাফ্ফরাবাদবিহারহিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানায় ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জঝাড়খণ্ডমারাঠওয়াড়াতামিলনাড়ু পুদুচেরি এবং করাইকাল-এও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা। জাতীয় রাজধানী সহ দিল্লীতে আজ আকাশ মেঘলা থাকতে পারে। রয়েছে হালকা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।