ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দুদিনের ভারত সফরে আজ সকালে মুম্বাই এসে পৌঁছেছেন। ২০২৪ এ ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটি ভারতে তার প্রথম সরকারি সফর। মুম্বাই এর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরে স্টারমারকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস , দুই উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে ও অজিত পাওয়ার এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।
ব্রিটেনের প্রধানমন্ত্রী নভি মুম্বাই আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বইতে ভিশন ২০৩৫ শীর্ষক এক সম্মেলনে ভারত ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিভিন্ন দিক ও অগ্রগতি পর্যালোচনা করে দেখবেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও বিদ্যুত্, স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষে মানুষে সংযোগের মত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ১০ বছরের বিশেষ কর্ম পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হবে এই সম্মেলনে। উভয় নেতা ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির আওতায় বিভিন্ন সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখবেন, মত বিনিময় করবেন বাণিজ্যিক ও শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মত বিনিময় করবেন তারা।
প্রধানমন্ত্রী মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুম্বইতে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশগ্রহণ করবেন। শিল্প বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও উদ্ভাবন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গেও তারা কথাবার্তা বলবেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই সফর ভারত ব্রিটেন অংশীদারিত্বের সম্পর্ক আরও নিবিড় করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।