মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 8, 2025 11:51 AM

printer

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দুদিনের ভারত সফরে  আজ সকালে মুম্বাই এসে পৌঁছেছেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দুদিনের ভারত সফরে  আজ সকালে মুম্বাই এসে পৌঁছেছেন। ২০২৪ এ ব্রিটেনের প্রধানমন্ত্রী  পদে আসীন হওয়ার পর এটি ভারতে তার প্রথম সরকারি সফর। মুম্বাই এর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরে  স্টারমারকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস , দুই উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে ও অজিত পাওয়ার এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।

ব্রিটেনের প্রধানমন্ত্রী নভি মুম্বাই আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বইতে ভিশন ২০৩৫ শীর্ষক এক সম্মেলনে ভারত ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিভিন্ন দিক ও অগ্রগতি পর্যালোচনা করে দেখবেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও বিদ্যুত্, স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষে মানুষে সংযোগের মত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ১০ বছরের বিশেষ কর্ম পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হবে এই সম্মেলনে। উভয় নেতা ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির আওতায় বিভিন্ন সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখবেন, মত বিনিময় করবেন বাণিজ্যিক ও শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মত বিনিময় করবেন তারা।

প্রধানমন্ত্রী মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুম্বইতে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশগ্রহণ করবেন। শিল্প বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও উদ্ভাবন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গেও তারা কথাবার্তা বলবেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই সফর ভারত ব্রিটেন অংশীদারিত্বের সম্পর্ক আরও নিবিড় করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।