বেশ কিছু কর্মসূচী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা দেওয়ার পরে বিকেল নাগাদ বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সিনার্জি কনক্লেভে যোগ দেবেন। উত্তরবঙ্গের সাত জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। উত্তরকন্যায় রাত্রিবাসের পরে আগামীকাল জলপাইগুড়ির ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন। এ ছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
বুধবার উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা।
আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে পুলিশি টহলদারি। দীনবন্ধু মঞ্চ ও ফুলবাড়ি ভিডিওকন মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ ও অন্যান্য প্রস্তুতি। দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা গতকাল প্রস্তুতি খতিয়ে দেখেন।