মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 5, 2025 11:21 AM

printer

বেঙ্গালুরুর এম  চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

বেঙ্গালুরুর এম  চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। বেঙ্গালুরু আরবান ডেপুটি কমিশনার তথা জেলা শাসক প্রবীণ আই এ এস আধিকারিক জি জগদিশাকে তদন্তভার দেওয়া হয়েছে।গতকালের ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হন। চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনার পরম্পরা, নিরাপত্তা ব্যবস্থায় গলদ এবং কারা এই ঘটনার জন্য দায়ী তা রিপোর্টে সুনির্দিষ্টভাবে  উল্লেখ করে, ১৫দিনের মধ্যে তদন্ত শেষ করে সরকারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

     আগে জানানো হয়েছে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ট্রফি জয়ের উৎসবকে কেন্দ্র করে শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিড়ের ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে গতকাল ১১ জন প্রাণ হারান। দমবন্ধ হয়েই সকলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জয় উদযাপন করতে আরসিবি দল যেখানে উপস্থিত হওয়ার কথা ছিল সেই গেটে হঠাৎই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বেঙ্গালুরু স্টেডিয়ামে প্রাণহানির এর ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন এদিকে বিজেপি এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন