মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2025 9:32 PM

printer

বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট, বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও এব্যাপারে খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার ১৬’ই জুলাই, সব পক্ষকে আদালতে হলফনামা’ও জমা দিতে বলেছে বেঞ্চ।

আদালতের এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়ে তৃণমূল সাংসদ সমিরুল ইসলাম বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জির নেতৃত্বে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর চলতে থাকা অন্যায়ের বিরুদ্ধে এই  লড়াই চালিয়ে যাওয়া হবে। 

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, অন্য রাজ্যের বহু শ্রমিক ভিন্ন ভাষাভাষী হলেও পশ্চিমবঙ্গে নিশ্চিন্তে কাজ করছেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ড, ভোটার কার্ড গ্রহণ করার বিষয়ে সুপ্রীম কোর্ট যে নির্দেশ দিয়েছ, তারও উল্লেখ করেন তিনি

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশকারীরা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। এরাজ্যে নির্বাচন কমিশন এ ধরনের সমীক্ষা চালালে বহু ভোটার বাদ পড়বেন বলেও মন্তব্য করেন শ্রী অধিকারী।

অন্যদিকে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার বিরোধিতা করে সি পি আই এম এল দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, যে সমস্ত নথি চাওয়া হচ্ছে, তাতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে-ই বহু মানুষের ভোটাধিকার চলে যাবে।