বিহার দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোটকেন্দ্রে এখন বারোশ জনেরও কম ভোটার থাকবে। গতকাল এই ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছে, দীর্ঘ লাইন কমানো এবং ভোটদানকে আরও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে, রাজ্যজুড়ে ১২ হাজার ৮১৭টি নতুন ভোটকেন্দ্র যুক্ত করা হয়েছে। পূর্বে, প্রতি কেন্দ্রে দেড় হাজার ভোটারের সর্বোচ্চ সীমা ছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এস আই আর-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হল। এই সংযোজনের ফলে, বিহারে মোট ভোটকেন্দ্রের সংখ্যা এখন ৯০ হাজার ৭১২-এ দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা ছিল ৭৭ হাজার ৮৯৫।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে বর্তমানে চলমান এসআইআর অনুশীলনের অধীনে, এখন পর্যন্ত ৭ কোটি ১৬ লক্ষেরও বেশি গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে।