বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এ যাবত ৮৬ শতাংশের বেশী এনিউমারেশন ফর্ম জমা পড়েছে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে বাকী আর মাত্র ১০ দিন। যারা এখনো পর্যন্ত ফর্ম জমা করেননি তাঁদের সঙ্গে বুথ স্তরের আধিকারিকরা আলাদা আলাদা ভাবে যোগাযোগ করবেন। কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তা নিশ্চিত করতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে ১ লক্ষ বি এল ও তৃতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে পূরণ হওয়া এনিউমারেশন ফর্ম সংগ্রহ করবেন। রাজ্যের সব ওয়ার্ডে এজন্য খোলা হয়েছে বিশেষ শিবির।
উল্লেখ্য বিহার বিধানসভা ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী পয়লা আগষ্ট।