মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 28, 2024 12:15 PM

printer

বিহারে কোশী এবং গন্ডক ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় রাজ্য জল সম্পদ দফতর হড়পাবানের উচ্চ সতর্কতা জারি করেছে

বিহারে কোশী এবং গন্ডক ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় রাজ্য জল সম্পদ দফতর হড়পাবানের উচ্চ সতর্কতা জারি করেছে। নেপাল পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ায় এই দুই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। আজ ৬ লক্ষ কিউসেক হারে জল ছাড়া হতে পারে। এরফলে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সারান, গোপালগঞ্জ, সুপৌল, সাহার্সা সহ অন্যান্য জেলা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর আই এম ডি আজ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে। গুজরাট এবং উত্তরাখন্ডের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে।