মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 19, 2025 5:15 PM

printer

বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ নওয়াদা জেলার হিসুয়ায় তার ভোটার অধিকার যাত্রার সময়েতুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েন।

বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ নওয়াদা জেলার হিসুয়ায় তার ভোটার অধিকার যাত্রার সময়েতুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েন। অভিযানের তৃতীয় দিনে রাহুল আজ সাসারাম থেকে যাত্রা শুরু করেন। পথে হিসুয়ায় বিজেপি কর্মী সংর্থকেরা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন, স্লোগানও দিতে থাকেন। নোওয়াদার ভগত্ সিং চকে রাহুল গান্ধী আজ এক জনসভাতেও ভাষণ দেওয়ার কর্মসূচী রয়েছে।

উল্লেখ্য যাত্রার দ্বিতীয় দিনে গতকাল গয়ায় এক জনসভায় কংগ্রেস নেতা বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী এসআইএর-এর বিরোধিতার পাশাপাশি নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।