বিহারের রাজগীরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত, দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
সুপার ফোর পর্বের শেষ ম্যাচে গতকাল ভারত চীনকে ৭-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে। ভারতের হয়ে অভিষেক দুটি গোল করেছেন, সুখজিত সিং, রাজকুমার পাল, মনদীপ সিং, দিলপ্রিত সিং ও শিলানন্দ লাকরা একটি করে গোল করেছেন।
অপর ম্যাচে, দক্ষিণ কোরিয়া, প্রতিপক্ষ মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।