বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বলেছেন ডঃ মুখার্জি দেশের সম্মান, মর্যাদা এবং গর্ব রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনে ডঃ মুখার্জির আদর্শ ও নীতি অমূল্য বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।