মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 7, 2025 1:28 PM

printer

বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পহেলগাঁওয়ে জঙ্গী হামলার তদন্তে এই ঘটনার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে

বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পহেলগাঁওয়ে জঙ্গী হামলার তদন্তে এই ঘটনার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার নিরন্তর নজরদারিতে অনুমান করা যাচ্ছে যে, ভারতে এধরনের হামলা আবারও হতে পারে। এর প্রেক্ষিতেই যেকোনোরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে এবং তার মোকাবিলায় ভারতের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

শ্রী মিশ্রি বলেন, পহেলগাঁওয়ে পরিবারের সদস্যদের সামনে জঙ্গীরা পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে হত্যা করেছে। ২০০৮ সালে মুম্বই হামলার পর এই প্রথম এত বর্বরোচিত কোনো জঙ্গী হামলা হল।

তিনি জানান, লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত জঙ্গী সংগঠন দ্য রেসিসট্যান্স ফ্রন্ট ঘটনার দায় স্বীকার করেছে। পহেলগাঁও হামলার ষড়যন্ত্রকারী এবং ঘটনায় জড়িতদের শাস্তি দিয়ে ন্যায়বিচার সুনিশ্চিত করা অত্যন্ত জরুরী।

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার প্রত্যাঘাতে অডিও এবং ভিডিও ইনপুট সহ বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।