মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 10, 2025 7:08 PM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আবারও জোর দিয়ে বলেছেন,সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে ভয়ংকর সমস্যা।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আবারও জোর দিয়ে বলেছেন,সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে ভয়ংকর সমস্যা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে চীন  দ্বিমুখী নীতি গ্রহণ করে চলেছে। ফ্রান্স সফররত  বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রেখে কখনো সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব নয়। কোভিড অতিমারীর পর থেকে স্থগিত থাকা সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

অন্যান্য ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে ডঃ জয়শঙ্কর বলেন, ভারত  চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান।গোটা বিশ্বের কাছেই তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।   আগামী মাসের ৯ তারিখে শুল্ক  সংক্রান্ত যাবতীয় অচলাবস্থা শেষ হবার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশা প্রকাশ করেন।পরমাণু শক্তি, অস্ত্র , মহাকাশ গবেষণা, পরিবেশের মত ক্ষেত্রগুলিতে ফ্রান্সের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন