বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও -র আপোষহীন অবস্থান নেওয়া উচিত। তিনি আজ সন্ধ্যায় চীনের তিয়ানজিনে এসসিও-র বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ তৈরির উদ্দেশ্যে এবং জম্মু ও কাশ্মীরের পর্যটনভিত্তিক অর্থনীতিকে দুর্বল করাই এর মূল উদ্দেশ্য। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কাজের অপরাধী, সংগঠক, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।
আন্তর্জাতিক ব্যবস্থায় বর্তমান বিশৃঙ্খলার কথা তুলে ধরে ডঃ জয়শঙ্কর বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা বাড়ছে। এসসিও-র সদস্যদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার জন্য আরও ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রয়োজন। এসসিও-র দেশগুলির মধ্যে নিশ্চিতভাবে যাতায়াতের সমস্যা থাকায় অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার পক্ষে তা সমস্যার কারণ। তিনি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর International North South Transport Corridor INSTC-র বাস্তবায়নের উপরও গুরুত্ব দেন।