বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল কুয়েতে বসবাসকারী প্রবাসীভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন। শ্রী পন্ডা বলেন, পাকিস্তান আইএমএফ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলি থেকে পাওয়া সাহায্যের অর্থের অপব্যবহার করে্যা। উন্নয়নের জন্য অর্থ ব্যবহার না করে ইসলামাবাদ সন্ত্রাসবাদকে উৎসাহিত করার কাজে এটি ব্যবহার করেছে। তাই পাকিস্তানের উপর আরও নজরদারি চালান উচিত। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্রান্সে যে দলটি রয়েছে, তাঁরা প্যারিসে ফরাসি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শ্রী প্রসাদ বলেন , তারা বুদ্ধিজীবী এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন। পহেলগামে জংগীরা যেভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে সে সম্পর্কে তাঁরা জানান। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত ের প্রতিক্রিয়া জানিয়েছে। সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
পাকিস্তানের জংগীদের সমর্থনের বিষয়টি সকলের কাছে তুলে ধরতে অন্যান্য প্রতিনিধিদলও বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে।