মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 9, 2025 6:02 PM

printer

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পাঁচটি ফাইটার জেট বিমানকে ধ্বংস করা হয়েছিল।

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পাঁচটি ফাইটার জেট বিমানকে ধ্বংস করা হয়েছিল। আজ ব্যাঙ্গালুরুতে ষোড়শ এয়ার চিফ মার্শাল এল এম কাত্রে স্মারক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, চারটি পাক বিমান বাহিনীর এয়ার ক্র্যাফ্ট ও একটি অ্যাওয়াক্স বিমান মাটিতে নামানো সম্ভব হয় ।ভিডিও ফুটেজ দেখিয়ে তিনি দাবি করেন, চারটি ছোট বিমানের সঙ্গে একটি অ্যাওয়াক্স জাতীয় বড় বিমানকে ধ্বংস হয়েছিল। প্রায় তিনশো কিলোমিটার দূরত্বে থাকা বিমানগুলিকে ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্রর সাহায্যে ধ্বংস করা হয়েছে।এই দূরত্বে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে এয়ার চিফ মার্শাল দাবি পেশ করেছেন।তিনি আরও জানান, পাকিস্তানের শাহবাজ জাকোবাবাদ বিমানবন্দর ভারতীয়রা সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।সেখানে কয়েকটি এফ সিক্সটিন বিমানও ক্ষতিগ্রস্ত হয়। আকাশ প্রতিরোধী এস-ফোর হান্ড্রেডের প্রশংসা করে তিনি জানান, দুই বাহিনীর মধ্যে ফারাক গড়ে দিতে এই প্রতিরোধী ব্যবস্থা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন