মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 4, 2025 2:09 PM

printer

বার্ষিক শ্রী অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবেই এগিয়ে চলেছে।

বার্ষিক শ্রী অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবেই এগিয়ে চলেছে। গতকাল অনন্তনাগ জেলার পাহেলগাম এবং গান্দেরওয়াল জেলার বালতাল – এই দুই রুটে ৩৮ দিনের এই বার্ষিক যাত্রা শুরু হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে আজ ভোরে দুটো পথেই পুন্যার্থীরা যাত্রা শুরু করেছে। আজ সকালে চন্দনওয়াড়ির পথে ৩ হাজারেরও বেশি পুন্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

অন্যদিকে, বালতাল বেস ক্যাম্প থেকে ৭ হাজার ৭-শো পুন্যার্থীকে যেতে দেওয়া হয়েছে। সরকারী সূত্রের খবর বালতাল রুট দিয়ে আজ সকাল ১০-টা পর্যন্ত ৩ হাজার ২-শোর বেশি পুন্যার্থী পবিত্র তুষার লিঙ্গ দর্শন করেছেন। আজ সকালে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে ২৯১-টি গাড়ি ৬ হাজারেরও বেশি তীর্থযাত্রী ও সাধুদের নিয়ে যাত্রা শুরু করেছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন