May 5, 2025 6:45 PM

printer

বাগলিহার জলাধার দিয়ে চন্দ্রভাগা নদীর জলের প্রবাহ পাকিস্তানে পাঠানো বন্ধ করা হয়েছে

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করল ভারত। বাগলিহার জলাধারে চন্দ্রভাগা নদীর জলের প্রবাহ রোধ করে দেওয়া হয়েছে। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, বাগলিহার জলাধার দিয়ে জলের প্রবাহ পাকিস্তানে পাঠানো বন্ধ করা হয়েছে। আগেই সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই মতো, সিন্ধুর এক ফোঁটা জলও পড়শি দেশে না পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে । কিষানগঙ্গা জলাধারে ঝিলম নদীর জল নিয়েও একই পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যু হয়। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করে ভারত। যার মধ্যে অন্যতম সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত।