বাংলাভাষী পরিযায়ী মুসলিম শ্রমিকদের বিভিন্ন রাজ্যে বাংলাদেশী সন্দেহে আটক করার ঘটনায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সহ ৯-টি রাজ্যকে নোটিশ দিয়েছে। এবিষয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন দুই বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ এই নোটিশ পাঠিয়েছে।
কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা, রাজস্হান, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ও হরিয়ানা সরকারকে এব্যাপারে তাদের বক্তব্য জানাতে বলেছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি সূর্যকান্ত শুনানির সময় বলেন, পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যের বাসিন্দা এবং যে রাজ্যে জীবন ও জীবিকার সন্ধানে যাচ্ছেন – এই দুটি রাজ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি নোডাল এজেন্সি থাকা প্রয়োজন। দুই রাজ্যের মধ্যে সমন্বয়কারী এই ধরনের কোন এজেন্সি আছে কিনা, এবিষয়ে বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান। এই মামলায় কোন অন্তর্বর্তীকালীন নির্দেশ না দিয়ে বিবাদী পক্ষের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত।