বাংলাদেশে, ছাত্র দলগুলির মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অশান্তির ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার, পড়ুয়া ও স্থানীয় মানুষ জনের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় ৩০০ রও বেশি মানুষ আহত হন। এঁদের মধ্যে ছিলেন ছাত্র ছাত্রী, শিক্ষক, পুলিশ অফিসার ও সাংবাদিক। তিন ছাত্র গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
সংবাদ সংস্থার খবরে প্রকাশ, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পড়ুয়ারা দলে দলে হোস্টেল থেকে বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন। ক্যাম্পাসে মতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ।
বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা গতকাল ময়মনসিংহ এর কাছে রেল লাইনের ওপরে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। ফলে ঢাকা ও ময়মনসিংহ এর মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।