বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস আজ দুপুরে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দেশে সংস্কারের প্রক্রিয়ার নানা দিক নিয়ে তাঁদের মধ্যে আলোচনায় হবে বলে প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। এদিকে ডঃ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দেশবাসীকে বাস্তবে কিছুই দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি-নেতা সালাউদ্দীন আহমেদ। ঢাকায় একটি আলোচনায় চক্রে যোগ দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর লক্ষ্যে কোন সদর্থক পদক্ষেপ করা হচ্ছে না।
Site Admin | June 2, 2025 12:26 PM
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস আজ দুপুরে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
