বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের এক বেঞ্চ তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি গ্রহণ করে এই নির্দেশ দেন। এছাড়াও বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহা-নির্দেশক আব্দুল্লা আল-মামুনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৬-ই জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
Site Admin | June 1, 2025 9:56 PM
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
