বাংলাদেশের অন্তর্বতী সরকার তিনটি স্হলবন্দর পুরোপুরি বন্ধের কথা ঘোষণা করেছে। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আর একটি স্হলবন্দরে কাজকর্ম বন্ধ রাখার কথাও ঘোষণা করেছে। সেদেশের সংবাদ সংস্হা ইউনাইটেড নিউ অন বাংলাদেশ ইউ এন বি জানিয়েছে, ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী যে স্থলবন্দরের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে, সেটি হলো, হাবিবগঞ্জের বাল্লা। এছাড়াও নীলফামারিতে চিলাহাটি, চুয়াডাঙায় দৌলতগঞ্জ এবং রাঙামাটিতে তেগামুগ স্হলবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর তার প্রেস সচিব সফিকুল আলম গতকাল ঢাকায় একথা জানান। তিনি বলেন, এই স্হলবন্দরগুলিতে বাণিজ্য লাভজনক না হওয়ায় সরকারের ওপর তা অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল, সে কারণেই এই সিদ্ধান্ত।
Site Admin | August 29, 2025 9:54 PM
বাংলাদেশের অন্তর্বতী সরকার তিনটি স্হলবন্দর পুরোপুরি বন্ধের কথা ঘোষণা করেছে
