মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 21, 2025 4:05 PM

printer

বহুজাতিক যুদ্ধ বিমানের মহড়া ডেজার্ট ফ্ল্যাগ-১০ -এ অংশ নেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর একটি দল আজ আরব আমিরশাহীর আল ধাফরা বিমান ঘাঁটিতে পৌঁছেছে।

বহুজাতিক যুদ্ধ বিমানের মহড়া ডেজার্ট ফ্ল্যাগ-১০ -এ অংশ নেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর একটি দল আজ আরব আমিরশাহীর আল ধাফরা বিমান ঘাঁটিতে পৌঁছেছে। ২১ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত প্রস্তাবিত প্রথমসারির এই মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ এবং জাগুয়ার বিমান অংশ নেবে।

আরব আমিরশাহীর বিমান বাহিনী এই বহুজাতিক মহড়ার আয়োজন করেছে। ভারতীয় বিমান বাহিনী ছাড়াও অস্ট্রেলিয়া, বাহরিন, ফ্রান্স, জার্মানি, কাতার, সৌদি আরব, কোরিয়া প্রজাতন্ত্র, তুরস্ক, আরব আমিরশাহী এবং ব্রিটেনের বিমান বাহিনী এই মহড়ায় অংশ নেবে। জটিল এবং বিভিন্ন ধরনের যুদ্ধের অনুশীলন, সেই সঙ্গে বিশ্বের সেরা বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভ্যাস বিনিময় এর লক্ষ্য। 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।